





#মালবাজার: নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে মঙ্গলবার আন্তজার্তিক মাতৃভাষা দিবস উদযাপিত হল মালবাজার মহকুমা এলাকার বিভিন্ন এলাকায়। এদিন সকালে ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। এদিন প্রথমে প্রদীপ প্রজ্জ্বলন এবং শহিদ বেদিতে পুস্পার্ঘ নিবেদন করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিরুমোহন রায় এবং স্কুলের পরিচালন সমিতির সভাপতি শুকান্ত চৌধুরী।


পাশাপাশি ছাত্রছাত্রীরা সহীদ বেদীতে ফুল নিবেদন করে। এরপর স্কুলের পক্ষ থেকে বিভিন্ন সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন স্কুলের ছাত্র ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা এবং স্কুলের পরিচালন সমিতির সভাপতি শুকান্ত চৌধুরী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেন। ২১ ফেব্রুয়ারীর ইতিহাস নিয়ে বিভিন্ন তথ্যও তুলে ধরা হয়। আজকের দিনে বাংলা ভাষা উন্মোচনের ওপরে বিভিন্ন তথ্য বিশদে উপস্থিত ছাত্র ছাত্রীদের সামনে তুলে ধরা শিক্ষক শিক্ষিকারা।


সংগীত, আবৃতি, নৃত্য সহ একাধিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠান এক আলাদা আঙ্গিক পায়। এদিন মাল পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ে শ্রদ্ধার সঙ্গে মাতৃভাষা দিবস পালিত হয়। এই উপলক্ষে কলেজের বাংলা বিভাগের তরফে একটি লিটিল ম্যাগাজিন প্রকাশ করা হয়। এই উপলক্ষে সঙ্গীত, নৃত্য পরিবেশন করা হয়।


এদিন মালবাজার শহরের ক্যালটেক্স মোরে শহীদ চকে পৌরসভার উদ্যোগে বিকাল ৫টায় মাতৃভাষা দিবস পালিত হয়। সেখানে চেয়ারম্যান স্বপন সাহা, মাল কলেজের অধ্যাপিকা তপতী সাহা সহ বিভিন্ন ব্যাক্তি মাতৃভাষা গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন। এরপর স্থানীয় শিল্পীরা সাংবাদিক অনুষ্ঠান নিবেদন করেন। এছাড়াও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ভাষা দিবস পালিত হয়।






