News Britant

ঢাকায় ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভারতীয় নাগরিকসহ লাখো মানুষের ঢল

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )


#হাবিবুর রহমান, ঢাকা: বাংলা ভাষার প্রতি আকুল ভালোবাসা জানান দিতে এবার বিপুল সংখ্যায় ভারতীয় বাঙালিরা বাংলাদেশে গেছেন। মঙ্গলবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্যই বছরজুড়ে পরিকল্পনা করেছেন বলে জানান তারা। এছাড়াও দূষণমুক্ত পরিবেশ গড়তে ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাইসাইকেল চালিয়ে ভারতে হুগলী থেকে বাংলাদেশ গেছেন আট তরুণ-তরুণী।

শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে ভারতের রানাঘাট থেকে গেছেন কবি শ্যামল কুমার মজুমদার, সাংবাদিক পুলক বোস, পাপিয়া চক্রবরতী, রাজু শেখ।  হুগলী জেলা থেকে পর্যটক দলটি বৃহস্পতিবার রাতে পাবনা শহরে পৌঁছায়। তারা সাইকেল চালিয়ে ১৯ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছান। এরপর ভাষা শহীদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান। অপরদিকে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য ভারত থেকে পায়ে হেঁটে বাংলাদেশে গেছেন মৃণাল দাস।

তার বয়স ৫৫ বছর। বায়ো সাইন্সে লেখাপড়া করা এ ‘চিরকুমার’ পায়ে হেঁটে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরেই ঢাকায় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সোমবার মধ্যরাত ১২টা এক মিনিটে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর থেকেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে লাখো মানুষের। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ফুল হাতে শহীদ মিনারে আসেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। ফুলেল শ্রদ্ধায় ছেয়ে যায় স্মৃতির মিনার। সবার প্রত্যাশা দুনীতিমুক্ত বাংলাদেশ গড়ার পাশাপাশি সর্বস্তরে বাংলা ভাষার মর্যাদা সুপ্রতিষ্ঠিত হবে।

Leave a Comment