



#কালিয়াগঞ্জঃ উৎসাহ ও শ্রদ্ধার সাথে ভারত ও বাংলাদেশ সীমান্তে মঙ্গলবার উদযাপিত হল অমর একুশে ফেব্রুয়ারি। এদিন বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয়। এদিন দুপুরে ভারত – বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী গ্রাম রাধিকাপুরে সেখানে কর্তব্যরত বি এস এফ জওয়ানদেরকে নিয়ে বেলুন উড়িয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
সেখানে ওপারের বিডিআর কর্মীদের রাখী বেঁধে, ফুলের তোড়া দিয়ে মিস্টি মুখ করায় অমর একুশে উদযাপন কমিটি। এরপর রাধিকাপুর হাই স্কুলের সামনের মাঠে বসে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতেন্দ্র চৌধুরী, সুজিত গোস্বামী, বিশ্বনাথ সিংহ সহ একাধিক গুণী শিল্পী ও লেখক। অনুষ্ঠানের মূল দায়িত্বে ছিল ভারতীয় গননাট্য সংঘ।
পাশাপাশি, এদিন কালিয়াগঞ্জ কলেজ প্রাঙ্গনে ভাষা আন্দোলনে শহীদের প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করেন কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ ডঃ পীযুষ দাস। এদিনের শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ কলেজের অধ্যাপক ডঃ চন্দন রায়, ডঃ বিপুল মন্ডল সহ অনান্য শিক্ষাকর্মী। এদিন কলেজের নিজশ্ব অডিটোরিয়ামে ভাষা আন্দোলনের শহীদদের আত্ম বলিদানের কথা তুলে ধরেন অধ্যাপকেরা। গীতি আলেখ্য ও গান, কবিতা পাঠের মধ্য দিয়ে দিনটি উদযাপিত করে কলেজের ছাত্রছাত্রীরা।
