News Britant

জাতীয় কংগ্রেসের উদ্যোগে ভাষা দিবসের শ্রদ্ধা নিবেদন

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ মঙ্গলবার বিকেলে ভারতের জাতীয় কংগ্রেসের উদ্যোগে জেলা কার্যালয়, মহাত্মা গান্ধী ভবনে আয়োজিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মনোজ্ঞ অনুষ্ঠান। এদিন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের উদ্যোগে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শুরুতে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত শহরের বিশিষ্ট মানুষেরা।

এরপর প্রয়াত দুই বিশিষ্ট সাহিত্যিক দেবেশ চক্রবর্তী ও দিলীপ ঘোষ রায়ের প্রতিকৃতি তে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন সকলে। শিল্পের কোন ধর্ম, বর্ণ, জাতি বা দল হয় না, সেটা প্রমাণিত আজকের এই অনুষ্ঠানে, এমনটাই জানালেন মোহিত বাবু। এদিন ভাষা শহীদ ও প্রয়াত সাহিত্যিকদের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরই পাশাপাশি স্থানীয় বিশিষ্ট কবি সাহিত্যিক দের সম্মাননাও জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ তিলকতীর্থ ভৌমিক, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক শুভেন্দু মুখার্জি, সুশীল গোস্বামী, সুকুমার বারুই, সুনীল চন্দ, সুব্রত সরকার, তুহিন কুমার চন্দ সহ বিশিষ্ট জনেরা।

Leave a Comment