News Britant

সন্তোষী মাতার মন্দিরে পুরোহিত সমাজের উদ্যোগে গণ উপনয়ন

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: বুধবার ছিল চলতি বছরের শেষ উপনয়নের দিন। এই উপলক্ষে শহরের ৭ নম্বর ওয়ার্ডের সন্তোষী মাতার মন্দিরে ৪ জন ব্রাহ্মণ বালকদের গন উপনয়নের ব্যবস্থা করেছিল মাল পৌরসভা পুরোহিত সমাজ। এদিন সকালে অভিজিৎ চক্রবর্তী, সঞ্জীব চক্রবর্তী, অর্কজিৎ রায় ও পাপ্পু মজুমদার নামের ৪ বালককে নিয়ে তাদের অবিভাবকেরা সন্তোষী মাতার মন্দিরে আসেন।
সেখানে পুরোহিত সমাজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কৃষ্ণকমল চক্রবর্তী, সম্রাট ভট্টাচার্য, রাজীব চক্রবর্তী, বুবাই চক্রবর্তী ও দেবজ্যোতি চট্টোপাধ্যায়। এরপর নিয়ম মেনে নারায়ণ ও বিষ্ণু পুজা দিয়ে বালকদের মুন্ডন করা হয়। ধর্মীয় নিয়ম মেনে পৃথক ভাবে বৃদ্ধি করে হোম শুরু। টানা কয়েক ঘন্টা ধরে চলে হোম ও উপনয়ন প্রক্রিয়া। এরপর ব্রহ্মচারী বেশে বালকদের বাড়িতে নিয়ে যায় তাদের বাড়িতে নিয়ে যান।সেখানে তিনদিন ব্রহ্মচর্য পালন করে শনিবার ভোরে দন্ড বিসর্জন দিয়ে স্বাভাবিক জীবনে ফিরবে চার বালক।
মন্দিরের সেবাইত কৃষ্ণকমল চক্রবর্তী জানান, এখানে অনেক ব্রাহ্মণ পরিবার আছে যাদের পক্ষে সমস্ত উপাচার যোগাড় করে উপনয়ন দেওয়া সম্ভব হয়না। সেজন্য আমরা প্রতিবছর এই গন উপনয়নের আয়োজন করি। এতে স্বল্প খরচে অনেকে উপনয়ন দিতে পারেন। আজ ৪ জনের উপনয়ন দেওয়া হয়েছে। সন্ধ্যায় প্রত্যকের বাড়িতে গিয়ে প্রাত্যহিক আচার, জপ ও অন্যান্য বিষয় ব্রহ্মচারীদের শেখানো হবে।

Leave a Comment