News Britant

সার্ক কালচারাল সোসাইটির ভাষা বৈঠক ইসলামপুরে

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: সার্ক কালচারাল সোসাইটির উত্তর দিনাজপুর জেলা শাখার আয়োজনে মঙ্গলবার রাতে ইসলামপুর টাউন লাইব্রেরী হলে আয়োজিত হল মনোজ্ঞ আন্তর্জাতিক ভাষা দিবসের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি নিশিকান্ত সিনহা এবং প্রধান অতিথির আসন অলংকৃত করেন ইসলামপুর পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক আরিকুল ইসলাম।
এদিন প্রথমে নবনির্মিত ভাষা শহীদ স্মারক বেদীতে পুষ্পস্তবক প্রদানের পাশাপাশি ছোট ছোট কচিকাঁচা থেকে শুরু করে অন্যান্য শিল্পীরা মোমবাতি প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের প্রথম পর্বকে রঙিন করে তোলে। সেখানে উপস্থাপিত হয় নটরাজ নৃত্য মন্দির দ্বারা পরিবেশিত ভাষা দিবসের বিশেষ নৃত্যানুষ্ঠান।  যার নির্দেশনায় ছিলেন দেবশ্রী সাহা। এরপর হলঘরে আয়োজিত হয় দ্বিতীয় পর্বের অনুষ্ঠান।
সেখানে এই বিশেষ দিনের প্রেক্ষাপটে বক্তব্য রাখেন আরিকুল ইসলাম। এরপর অবুঝ সবুজ ও শ্রুতি মঞ্জিল এই দুটি আবৃতি সংস্থার পক্ষ থেকে পরিবেশিত হয় ভাষা দিবসের দুটি কবিতা আবৃত্তি। যার নির্দেশনায় ছিলেন সুশান্ত নন্দী। পাশাপাশি ছিল এদিন হিন্দি ও বাংলা এই দুই ভাষার বিভিন্ন লেখক কবি সাহিত্যিকদের স্বরচিত কবিতা পাঠ পর্ব। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কর্ণ দেবরায় ও বাঁশির সুরে সকলকে মোহিত করে তোলেন প্রাণগোপাল বালা।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জোতি বিশ্বাস। বিষয়ভিত্তিক একক কবিতা আবৃত্তি পরিবেশন করেন মিঠুন দত্ত। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  ডক্টর বিনয় ভূষণ বেরা, ভবেশ দাস, মানিক চন্দ্র দাস, ডক্টর বাসুদেব রায়, কাউন্সিলর অর্পিতা দত্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের এই অনুষ্ঠান সাহিত্য-সংস্কৃতির দিক থেকে এক অন্যমাত্রা লাভ করে।
সংস্থার সম্পাদক সুশান্ত নন্দী এবং সভাপতি নিশিকান্ত সিনহা জানান, ইসলামপুর এই ধরনের অনুষ্ঠান দীর্ঘদিন ধরেই হয়ে আসছে। তারা চেষ্টা করছেন ধারাবাহিকভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল বিষয় তা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার।

Leave a Comment