





#ইসলামপুর: চাকুলিয়ার জুবের রহস্যমৃত্যু কান্ডে পরিবারের পাশে দাঁড়াল কংগ্রেস। প্রাক্তন বিধায়ক ও কংগ্রেস নেতা আলী ইমরান রমজ মৃত জুবেরের পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদের সান্ত্বনা দেন এবং জুবের মৃত্যুর মামলার যথাযথ তদন্ত করে দোষীদের শাস্তি যাতে হয় তার জন্য সব ধরনের সাহায্যের আশ্বাস দেন।


প্রসঙ্গতঃ ইসলামপুরের তিন পুল এলাকার জুবের একটি বিয়ের অনুষ্ঠানে ক্যামেরার কাজ করতে গেলে সেখানে তাকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়। জুবেরের মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা সন্দেহ করে কেউ জুবেরকে হত্যা করেছে এবং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দোষীরা গ্রেফতার না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব।










