





#ইসলামপুর: সময়ের সাথে সাথে ইসলামপুর শহরে বেড়েছে জনসংখ্যা। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহন সংখ্যাও। এই পরিস্থিতিতে ট্রাফিক সিগনালিং ব্যবস্থা নিয়ে সাধারন মানুষের অভিযোগের শেষ নেই। অনিয়মিত ট্রাফিক সিগনালিং ব্যবস্থা নিয়ে হাজারো প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মনে। অবশেষে তা স্বাভাবিক করতে উদ্যোগী হল ইসলামপুর পুলিশ জেলা।


ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার বিশপ সরকার জানিয়েছেন, ইতিমধ্যেই বেশ কিছু আপগ্রেড আনা হয়েছে সিগন্যালিং ব্যবস্থায়৷ আরও উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রসঙ্গতঃ উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ এর পক্ষ থেকে ইসলামপুর ট্রাফিক সিগনালিং ব্যবস্থা গত এক দশকেরও বেশি সময় আগে শুরু হলেও রক্ষণাবেক্ষণ এবং সঠিক মেরামতের অভাবে তা মুখ থুবড়ে পড়েছে।


কোথাও ট্রাফিক সিগনলিং সিস্টেমের খুঁটি পড়ে গিয়েছে। কোথাও বা বিভিন্ন সিস্টেম বন্ধ হয়ে রয়েছে। ফলে তা ব্যবহারের অনুপযুক্ত হয়ে উঠেছে। এর ফলে সমস্যায় পড়েছেন দূরপাল্লার গাড়ি চালক এমনকি সাধারণ মানুষও। বিশেষ করে যখন রেড লাইট জ্বলছে তখন দূরপাল্লার গাড়ি চালকরা গাড়ি থামিয়ে দিচ্ছেন।


কিন্তু স্থানীয় মানুষজন জানেন যে এই সিস্টেম এখন কার্যকর নয়, তাই তারা রেডলাইট গ্রীনলাইট কে মানছেন না। ফলে একটা বিভ্রান্তি যেমন সৃষ্টি হচ্ছে তেমনি দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই। জীবনের ঝুঁকি নিয়ে চলছে এই সিস্টেম। এর আগে বিস্তর অভিযোগ উঠেছিল বিভিন্ন মহল থেকে। এখন নতুন করে এই ব্যবস্থাকে সাজিয়ে তুলতে উদ্যত হয়েছে পুলিশ।






