News Britant

প্রস্তুতি শেষ, আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিচ্ছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় 

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ দীর্ঘ ২ বছরের বিরতি কাটিয়ে এবছর আবারও আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে ভুবনেশ্বর চলল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। বুধবার রাতে দলটি রায়গঞ্জ থেকে রওনা হয়ে বৃহস্পতিবার রাতে পৌঁছে যাবে কলিঙ্গ ইনিস্টিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজির ক্রীড়া কেন্দ্রে। বুধবার সকালে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের হোষ্টেলের মাঠে সাংবাদিকদের সাথে মুখোমুখি হয়ে এমনটাই জানালেন এই ক্রিকেট টিমের ম্যানেজার তপন নাগ।
জানা গেছে, আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রিকেটে সারা দেশের দলগুলোকে বেশ কয়েকটি জোনে ভাগ করা হয়। এবারের পূর্বাঞ্চলের এই টুর্নামেন্ট শুরু হচ্ছে ওড়িশার প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান কলিঙ্গ ইনিস্টিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজির ক্রীড়া কেন্দ্রে। এতে একদিকে যেমন রঞ্জি ট্রফি খেলা ক্রিকেটাররা অংশ নেয়, তেমনি এই টুর্নামেন্টে জয়ীরা বিশ্বের বিভিন্ন দেশে ক্রিকেট খেলতে যাওয়ার সুযোগ পায়।
এগুলো জানিয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের টিম ম্যানেজার তপন বাবু বলেন, সর্ব ভারতীয় আন্ত বিশ্ববিদ্যালয় ইস্ট জোন ক্রিকেট প্রতিযোগিতায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অংশ গ্রহন করতে চলেছে। এটি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পক্ষে অত্যন্ত গর্বের বিষয়। এই খেলা অনুষ্ঠিত হবে ভুবনেশ্বর, ওড়িশাতে। তিনি জানান, আমাদের আশা, দলটি খুব ভালো পারফরম্যান্স করবে।
এদিন বিশ্ববিদ্যালয়ের ময়দানে একমনে অনুশীলন করতে দেখা গেল প্রীতম, সৌরভ, সুমন, হৃদয়, নীলাঞ্জনদের। তাদের প্রতি কড়া নজর দলের প্রশিক্ষক সতু চৌধুরীর। এবারের টিম যথেষ্ট ব্যালান্সড বলে আশাবাদী টিম কোচ সতু চৌধুরী। তিনি বলেন, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে আমাদের দল যথেষ্টই ব্যালেন্সড দল। এবার আশা করছি, খুব ভালো ফলাফল হবে।

Leave a Comment