



#নিউজ বৃত্তান্ত ডেস্ক: হোলির পরেই বলিউডের আকাশে নক্ষত্রপতন। প্রয়াত হলেন বলিউডের অতি পরিচিত মুখ প্রখ্যাত অভিনেতা পরিচালক সতীশ কৌশিক। বয়স হয়েছিল ৬৬ বছর। গতরাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। গুরগাঁওয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। নিজের ক্যারিয়ারে অসংখ্য ছবি উপহার দিয়েছেন সতীশ কৌশিক। মিস্টার ইন্ডিয়া, দিওয়ানা মাস্তানা, ব্রিক লেন, সাজন চলে শ্বশুরাল, প্রভৃতি।
পরিচালনা করেছেন রূপ কি রানী চোর কা রাজা, প্রেম, হাম আপকে দিল মে রেহতে হে, তেরে নাম এর মত সিনেমা। সতীশ কৌশিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আরেক বলিউড অভিনেতা অনুপম খের এর টুইট থেকে। কৌতুক অভিনেতা হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন সতীশ কৌশিক।
বৃহস্পতিবার ভোর ৫:১৬ নাগাদ প্রখ্যাত অভিনেতা অনুপম খের তাঁর প্রিয় বন্ধু সতীশ কৌশিকের মৃত্যু সংবাদ দেন টুইট করে। নিজ অভিনয় গুণে সতীশ কৌশিক ছোট থেকে বড় সবার প্রিয় অভিনেতা হয়ে উঠেছিলেন। তাঁর মৃত্যুতে শোকাহত আত্মীয় বন্ধুদের সাথে অগণিত ভক্তকুল।
