



#নিউজ ডেস্কঃ বহুদিন পরে আবারও অস্কার মঞ্চে এল বড়সড় সাফল্য। ৯৫তম এ্যাকাডেমী এ্যাওযার্ডস অস্কারের মঞ্চে তথ্যচিত্র বিভাগে ভারতের তথ্যচিত্র পেল সেরার শিরোপা। ভারতীয় পরিচালক কার্তিকী গঞ্জালভেস পরিচালিত এবং গুনীত মোঙ্গা প্রযোজিত তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ পুরস্কৃত হল সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে৷ প্রথম ভারতীয় ছবি হিসেবে এই বিভাগে অস্কার পেল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’৷ খুশির হাওয়া ছড়িয়েছে বিনোদন জগতে।
