



#হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশে কক্সবাজার টেকনাফে পাহাড় থেকে বৃহস্পতিবার দুপুরে ৭ জনকে অপহরণ করা হয়েছে। বাহারছরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন। অপহৃতরা হলেন উপজেলার জাহাজপুরা এলাকার হোসাইন আহমদের ছেলে আরিফ উল্লাহ (১৫), ইছহাক উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন (১৭), বশির আহমদের ছেলে ফজল করিম (৩৮), জাফর আলমের ছেলে, জাফরুল ইসলাম (৩৫), নজির আহমদের ছেলে আরিফ উল্লাহ (২২), হায়দার আলীর ছেলে রশিদ আলম (২৮) ও জাফর আলমের ছেলে জয়নুল ইসলাম (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কয়েকজন প্রতিদিনের মতো পাহাড়ে কাঠ কাটতে যায়। এ সময় অপহরণকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে ৯ জনকে পাহাড়ের ভেতরে নিয়ে যায়। এ সময় ২ শিশুকে নিয়ে গেলেও একটু পর তাদের ছেড়ে দিয়ে বাকি ৭ জনকে আটকে রেখেছে। ফিরে আসা রিফাত জানায়, পাহাড়ের পাদদেশে গরুকে ঘাস খাওয়াতে নিলে কিছু লোক এসে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের ভেতরে নিয়ে যায়। একটু পর আমাকে ও আরও একজনকে ছেড়ে দিলে পালিয়ে রক্ষা পাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাহারছড়া ইউনিয়নের ইউপি সদস্য রফিকুল ইসলাম। তিনি জানান, প্রতিদিনের মতো সকালে জাহাজপুরা পাহাড়ের কাছে কেউ পানের বরজে, কেউ গরু নিয়ে, আবার কেউ ক্ষেতে কাজ করতে যান। এ সময় একদল অস্ত্রধারী সন্ত্রাসী অস্ত্রের মুখে তাদের জিম্মি করে নিয়ে যান। অপহৃতদের পরিবারের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। বাহারছরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ বলেন, অপহরণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, অপহরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপহৃতদের উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে। দ্রুত তাদেরকে উদ্ধার করা সম্ভব হবে। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর একই এলাকা থেকে স্থানীয় ৮ জনকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে মুক্তিপণ দিয়ে তারা মুক্ত হন। এরপর চলতি বছরের জানুয়ারিতে পার্শ্ববর্তী ইউনিয়ন হ্নীলা থেকে ক্ষেত পাহারা দেওয়ার সময় চার কৃষককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তারাও মুক্তিপণ দিয়ে মুক্ত হন।
