



#মালবাজার: গত সোমবার চাবাগান থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে আইভিল চাবাগানে চিতাবাঘের আক্রমণের শিকার হয়ে মারা যায় এক ব্যক্তি। দুদিন বাদেই চাবাগানে দেখা মেলে চিতাবাঘের শাবকের। তার ঠিক একদিন বাদে বাড়ির থেকে চিতাবাঘ নিয়ে গেল ছাগল। রাত তখন ১০ থেকে ১০.৩০মিনিট হবে। গ্রামীণ এলাকা বাড়ির সবাই ঘুমাচ্ছে।


হঠাৎ বাড়ির পোষা কুকুর সিম্বার চিৎকারে শুনে বাড়ির লোকজন ওঠে দেখে যে একটি চিতাবাঘ ছাগলের ঘর থেকে একটি ছাগল নিয়ে যাচ্ছে। এরপরেই আতঙ্কিত হয়ে পড়ে বাড়ির লোকজন। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটেলি ব্লকের শালবাড়ির খরিয়ার বন্দর এলাকায়।


জানা গেছে, বৃহস্পতিবার রাত প্রায় ১০টা থেকে ১০.৩০টা নাগাদ একটি চিতাবাঘ আসে এলাকার অমর সূত্রধরের বাড়িতে। চিতাবাঘটি বাড়ির ভিতরে থাকা ছাগলের ঘর থেকে একটি ছাগল কে নিয়ে যায়।কুকুর সিম্বার আওয়াজে বাড়ির লোকজন টের পাওয়ায় চিতাবাঘটি আর কিছু ক্ষতি করতে পারেনি।তবে ঘটনায় আতঙ্কিত হয়ে পরে ওই এলাকার জনগণ।


এলাকার বাসিন্দা অনিল সূত্রধর, সীমা সূত্রধর, বলেন এর আগেও এলাকায় চিতাবাঘ এসে বাড়ি থেকে ছাগল নিয়ে গেছে। বৃহস্পতিবার রাতে রীতিমতো বাড়িতে ঢুকে ছাগল নিয়ে যায় চিতাবাঘ।যদিও কুকুর সিম্বার আওয়াজে টের পাওয়ার পর সবাই উঠলে চিতাবাঘটি আর কিছু ক্ষতি করতে পারেনি। এর আগেও একই ভাবে সিম্বার তৎপরতায় বাড়িতে চিতাবাঘ ঢুকতে পারে নি।

একবার বাড়িতে সাপ ঢুকলেও সিম্বার তৎপরতায় টের পায় বাড়ির লোকজন। এদিন চিতাবাঘ নিয়ে যাওয়া ছাগলটির কোনো খোঁজ পাওয়া যায়নি। এলাকার জনগণ চিতাবাঘ ধরতে এলাকায় খাঁচা বসানোর দাবি জানিয়েছেন। খুনিয়া স্কোয়াড সূত্রে জানা গেছে লিখিতভাবে জানালে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।






