



#মালবাজার: কাজের খোঁজে দিল্লী গিয়ে নিখোঁজ হয়ে গেল নাগরাকাটা ব্লকের চ্যাংমারি চাবাগানের এক বছর চব্বিশের যুবক। ২৫ দিন হয়ে গেছে তার কোন খোঁজ পাচ্ছেনা তার পরিবার। ডুয়ার্সের চাবাগান গুলিতে বেকারত্ব ক্রমাগত বাড়ছে। কাজের খোঁজে অনেক যুবক যুবতী পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে। কেউ কাজের সন্ধান করে রোজগার করে পরিবারকে সাহায্য করছে। আবার কেউ হারিয়ে যাচ্ছে।


এই রকম চ্যাংমারি চাবাগানের আপার ডিভিশন এলাকার বাসিন্দা শ্রমিক পরিবার যুবক কেবিন ছেত্রী(২৪) তার এক বন্ধুর সঙ্গে গত ২০ ফেব্রুয়ারি দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। তারপর থেকে তার আর কোন খোঁজ নেই বলে পরিবার সুত্রে জানাগেছে। যুবকের মা অঞ্জু ছেত্রী জানান, গত ২০ ফেব্রুয়ারি কেবিন ও তার এক বন্ধু কাজের দিল্লী যায়।


কয়েকদিন বাদে বন্ধু ফোন করে জানায় যে, কেবিন আনন্দ বিহার স্টেশনে ট্রেন থেকে নামে। কিন্তু, ট্রেনে ওঠার আগেই ট্রেন ছেড়ে দেয়। তার মোবাইল ফোন ও জিনিসপত্র রয়ে গেছে। তারপর থেকে কেবিনের সঙ্গে তার বন্ধুর কোন যোগাযোগ হয়নি। কেবিনও বাড়িতে কোন যোগাযোগ করেনি। গত ২৫ দিন ধরে তার খোঁজ নেই।


অঞ্জু দেবী আরও জানান, আমরা সবরকম ভাবে খোজখবর করার পর নাগরাকাটা থানায় এজাহার করেছি। আরও জানাগেছে, কেবিনের চন্ডীগড় নিবাসী দাদা আনন্দবিহার থানায় এজাহার করেছে। এনিয়ে নাগরাকাটা থানা সুত্রে জানাগেছে, এজাহার হয়েছে। ঘটনা আনন্দবিহার থানা এলাকায় ঘটেছে। সেখানে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে।







