



#রায়গঞ্জ: রবিবার সকালে কচ্ছপ পাচারের অভিযোগ উঠল ২ ব্যক্তির বিরুদ্ধে। জেলার অন্যতম পশুপ্রেমী সংস্থা উত্তর দিনাজপুর পিপলস ফর এ্যানিম্যালসের অভিযোগের ভিত্তিতে আটকও করা হয়েছে ধৃত ২ ব্যক্তিকে। জানা গেছে, এদিন সকালের দিকে বিহারের পূর্ণিয়া এবং সহরসা থেকে ২ জন যুবক অমিত কুমার এবং অনিল কুমার শিলিগুড়ি মোড়ে ৪ টি ব্যাগে করে কচ্ছপ নিয়ে গাড়ি থেকে নামে।
তারা গঙ্গারামপুর যাচ্ছিল। সন্দেহ হলে ট্রাফিক পুলিশ অনুপ কুমার দাস তাদের আটক করেন। গোপন সূত্রে খবর পেয়ে এমন উদ্যোগ নেওয়া হয় জানালেন উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালস এর সম্পাদক গৌতম তান্তিয়া। তিনি জানান, এদিন ব্যাগ গুলো পরীক্ষা করে পাওয়া যায় ১২ টি বড় সাইজের কচ্ছপ। খবর দেওয়া হয় বন দপ্তরের রায়গঞ্জের রেঞ্জার প্রদীপ চৌধুরীকে।
কিছুক্ষন পর তিনি এসে কচ্ছপ গুলোকে উদ্ধার করেন এবং দুজন পাচার কারিকে নিজেদের হেফাজতে নেন। বন্য প্রাণী সংরক্ষণ আইন ,১৯৭২ অনুসারে কচ্ছপ বিক্রি করা, ধরা বা রাখা আইনত নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ। ২০২১ সালেও শিলিগুড়ি মোড়ে বন দপ্তর এবং উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালস এর যৌথ অভিযানে প্রায় ১৫০০ টি কচ্ছপ ধরা পড়েছিল চার জন পাচার কারি সহ।
