



#মালবাজার: রবিবার সকালে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের খুনিয়া মোর এলাকায় মর্মান্তিক সরক দুর্ঘটনায় মৃত্যু হলো দুই যুবকের গুরুতর জখম এক যুবতী। মৃতদের নাম চরনদীপ সিং(৩০) মনপ্রিত সিং(২৭)। জখম যুবতীর নাম হরমিত কাউর(২২)। সকলের বাড়ি মাদারিহাট ব্লকের বীরপাড়া শহরে। শনিবার শেষ রাত থেকে ডুয়ার্সের বিভিন্ন শুরু হয় বৃষ্টি। রবিবার সকাল দশটা পর্যন্ত চলে বর্ষন।


পুলিশ ও অন্যান্য সুত্র থেকে জানা গেছে, সেই বর্ষনস্নাত সকালে বীরপাড়া থেকে একটি ছোট গাড়িতে চেপে তিন আরোহী শিলিগুড়ি অভিমুখে যাচ্ছিল। নাগরাকাটা পেরিয়ে চাপরামারি বনাঞ্চলের মাঝে খুনিয়া মোর এলাকায় জাতীয় সরকে বৃষ্টির জলে সিক্ত রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে গাড়িটি। প্রচন্ড সংঘর্ষে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নাগরাকাটা থানার পুলিশ।


দুই যুবক ও যুবতীকে দ্রুত উদ্ধার করে শুলকাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার দুই যুবককে মৃত বলে ঘোষণা করে ও জখম যুবতীকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। পরে সেখান থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনাগ্রস্ত ব্যাক্তিরা বীরপাড়া এলাকায় যথেষ্ট জনপ্রিয় ছিল। এই মর্মান্তিক ঘটনায় বীরপাড়ায় শোকের ছাঁয়া নেমে আসে।









