





#ইসলামপুর: বিপুল পরিমাণ বিদেশি জাল মদ সহ গ্রেফতার দুই।। আটক ছোটো গাড়ি। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার অসুরাগড় ৩১ নম্বর জাতীয় সড়ক এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সুত্রে খবর পেয়ে একটি ছোটো গাড়িতে করে বিপুল পরিমাণ মদ বিহারের পাঁচার করার চেষ্টা করছে পাঁচারকারীরা।


পুলিশ খবর পেয়ে ডালখোলা থানার মহম্মদ পুর এলাকায় নাকা চেকিং শুরু করে। নাকা চেকিং চলা কালীন একটি টাটা সুমো পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে। এরপর ওই গাড়িটিকে পিছু করে ডালখোলা থানার অসুরাগড় এলাকায় বেরিয়াররে ধাক্কা মেরে গাড়িটি পালানো চেষ্টা করলে পুলিশ গাড়িটিকে পিছু করে ধরে ফেলে।


তখন পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমান বিদেশী জাল মদ উদ্ধার করে দুই পাঁচারকারীকে গ্রেফতার করে ডালখোলা থানার পুলিশ। ঘটনায় ছোটো গাড়িটিকে আটক করে পুলিশ। ধৃতরা হলেন মুকেশ কুমার পার্সি (৩০), প্রিন্স কুমার (১৮)। ধৃতরা বিহারের থমা বাজার এলাকার বাসিন্দা।


ধৃতদের আজ ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। ডালখোলা থেকে প্রায় দুই লক্ষাধিক টাকার জাল বিদেশি মদ উদ্ধারের পাশাপাশি দুজনকে গ্রেফতার করে হয়েছে বলে জানিয়েছেন ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।







