



#রায়গঞ্জঃ ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য এবার নিজের চুল দান করে নজর কাড়ল রায়গঞ্জ দক্ষিণ সুদর্শনপুরের ২৪ বছর বয়সী দীপ রঞ্জন কুণ্ডু। তাঁর এই চুল দানের প্রশংসায় উচ্ছ্বসিত সমাজের বিভিন্ন অংশের মানুষেরা। জানা গেছে, রায়গঞ্জ সুদর্শন পুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রের প্রাক্তন পড়ুয়া দীপ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন নিয়ে স্নাতক হয়। এরপর সে চলে যায় দূর্গাপুরের এনআইটি তে।
সেখান থেকে স্নাতকোত্তরের পড়াশোনা শেষ করে বর্তমানে একটি কলেজ থেকে বিএড করছেন। বিশিষ্ট শিক্ষক তথা সমাজ চিন্তক ভাস্কর ভট্টাচার্য বলেন, দীপের বয়স যখন মাত্র দেড় বছর তখন ওর বাবা দিলীপ কুন্ডু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মা হাসি কুন্ডু গৃহবধূ হয়ে সন্তানকে মানবিক উদারতা শিখিয়ে মানুষ হিসেবে গড়ে তুলেছেন। আজ তার ফল দেখতে পেলাম।
সমাজকর্মী কৌশিক ভট্টাচার্য বলেন, আমাদের ছোট্ট শহরে ছেলেদের চুল দান করাটা একটু বিরল। দীপ যে মানবিক উদারতা দেখালো, সেজন্য তাকে কুর্ণিশ জানাই। এদিকে এমন দান যে সকলেরই করা উচিত সেটা জানিয়ে দীপ বলে, বছর দুয়েক আগে আমার বন্ধু জয়র্ষি ভট্টাচার্যর চুল দানের ঘটনা দেখে আমিও চুলদান করার সংকল্প নিই। কেমোথেরাপি নিলে শরীর চুলহীন হয়ে যায়, তাই মানবিক ভাবে ওদের পাশে দাঁড়ানোর জন্য এই দান তুলে দিলাম মুম্বাইয়ের এক স্বেচ্ছাসেবী সংস্থাকে। যারা ক্যানসার রোগীদের পরচুলা (wig) তৈরী করে।
