News Britant

চাপদুয়ারে স্বাস্থ্য পরীক্ষা শিবির

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ গরিবের বন্ধু’ নামে পরিচিত ডা: অশোক ব্রহ্মের স্মৃতিতে গড়ে তোলা হয়েছে ডঃ অশোক ব্রহ্ম ফাউন্ডেশন। স্বাস্থ্য- শিক্ষা ও পরিবেশের উন্নতিতে কাজ করে চলেছে এই ফাউন্ডেশন। এদিন তারাই রায়গঞ্জ ব্লকের চাপদুয়ারে সংঘটিত করল একটি নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবির। জানা গেছে, প্রতিমাসে দরিদ্র মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করে চলেছে এই ফাউন্ডেশন।

এদিন রায়গঞ্জের চাপ দুয়ারে দাঁড়িয়ে সংগঠনের সদস্যরা জানান, এটি বছরের তৃতীয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। প্রায় শতাধিক গরিব, মানুষকে এদিন স্বাস্থ্যপরিসেবা প্রদান করা হয়। বিশিষ্ট মৃৎশিল্পী ভানু পাল বলেন, ফাউন্ডেশন মহৎ কাজ করে চলেছে। আমরা সবাই যদি এই ফাউন্ডেশনকে যথাসাধ্য আর্থিক সাহায্য করি, তাহলে আরো বেশি মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া সম্ভব হবে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে ডঃ অনিন্দ্য ব্রহ্ম জানান, স্বাস্থ্য পরিসেবার সঙ্গে সঙ্গে মানুষকে স্বাস্থ্য সচেতন করাও আমাদের লক্ষ্য। আইনজীবী দুলাল কুন্ডু জানান, গরীব মানুষরা স্বাস্থ্য পরিসেবা পেয়ে খুবই উপকৃত হচ্ছেন, কিন্তু আমাদের আর্থিক ক্ষমতা খুবই কম। তাই সবাই এগিয়ে এলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে।

Leave a Comment