News Britant

সরকারি পান্থশালার পিছন থেকে হরিনের মৃতদেহ উদ্ধার

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: মেটেলি ব্লকের চালসা ‘পথের সাথী’ নামের সরকারি পান্থশালার পিছন থেকে উদ্ধার হলো মৃত হরিণের দেহ। রবিবার  সন্ধ্যা বেলায় পথের সাথী পান্থশালার কর্মী পান্থশালার পিছনে দেখতে পায় একটি হরিণ মৃত অবস্থায় পড়ে আছে। ঘটনার চাউর হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন্যপ্রান শাখার খুনিয়া স্কোয়ার্ডের বনকর্মীরা।
খুনিয়া স্কটের রেঞ্জার সজল কুমার দে বলেন হরিনটিকে উদ্ধার করা হলো। আগামীকাল ময়নাতদন্ত করা হবে। পান্থশালার কর্মী মিনা দাস বলেন আমরা সন্ধ্যাবেলায় জানতে পারি একটি হরিণ রিসোর্টের পিছনে মৃত অবস্থায় আছে। যেহেতু রিসোর্টের পিছনে তাই আমরাও দেখিনি কিভাবে হরিণ টি মারা গেছে। অনুমান করা হচ্ছে পিছনের টিলার মতো পাহাড় থেকে লাফিয়ে ড্রেনের মধ্যে পড়ে হরিনটির মৃত্যু হয়েছে।
চালসার পরিবেশ প্রেমী মানবেন্দ্র দে সরকার বলেন, কিভাবে হরিণটি ওখানে এলো সেটা বন দপ্তরের তদন্ত করা দরকার। ওই এলাকার পিছনে রয়েছে সিনক্লেয়ার রিসোর্ট ও বস্তি। বনাঞ্চল ওখান থেকে অনেক দূরে। দীর্ঘ পথ পেরিয়ে আশেপাশে মানুষের দৃষ্টি এড়িয়ে কিভাবে হরিণটি ওখানে এসে মারা গেল তার খোঁজ নেওয়া দরকার।

Leave a Comment

Also Read