



#হেমতাবাদ: হেমতাবাদ সারদা শিশুতীর্থর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবিবার রাত্রে। এদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতার স্থান অধিকারিদের পুরোষ্কৃত করা হয়। হেমতাবাদ সারদা শিশুতীর্থর প্রধান আচার্য রমনী কান্ত রায় সহ রনধীর দাস, প্রদীপ ভৌমিক, ব্রজেশ্বর বর্মন, হিরা বর্মণ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এদিন রাত্রে মোনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে বিদ্যালয় ক্যাম্পাসে ভিড় জমায় পড়ুদের পাশাপাশি অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
