News Britant

হেড ফোন কানে লাগিয়ে লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: হেড ফোন কানে লাগিয়ে রেললাইনের পাশে গেম খেলছিল। চলন্ত ট্রেন এসে যাওয়ায় লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু ঘটলো এক যুবকের। মৃত যুবকের নাম হাসান আলি (২০)। বাড়ি মালবাজার শহর সংলগ্ন হাড়িয়া মোর এলাকায়। ঘটনাটি ঘটেছে মালবাজার শহরের ১৩ নম্বর ওয়ার্ড সংলগ্ন হাড়িয়া মোর এলাকার মাল- চ্যাংরাবান্ধা রেল লাইনে।
ঘটনার প্রত্যক্ষদর্শি এবং ওই এলাকার বাসিন্দা মহহ্মদ নুর আলম বলেন, ওরা কয়েকজন রেললাইনের ধারে বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে গেম খেলছিল। সেই শিলিগুড়ি – চ্যাংরাবান্দা প্যাসেঞ্জার ট্রেন মালবাজার থেকে চ্যাংরাবান্দা অভিমুখে যাচ্ছিল। ট্রেন হুইসেল দিচ্ছিলো কিন্তু, ও শুনতে পাচ্ছিলো না।
ট্রেন একদম কাছে চলে এলে লাইন পার হতে যায়। কিন্তু, দুর্ভাগ্যজনক ভাবে ট্রেনের ধাক্কায় ওর দেহ খণ্ডবিখণ্ড হয়ে যায়”। ঘটনার খবর পেয়ে মাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সুত্রে জানাগেছে, এক যুবকের মৃত্যু হয়েছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। 

Leave a Comment

Also Read