News Britant

কস্তুরবা গান্ধী উর্দু মিডিয়াম গার্লস হোস্টেলের উদ্বোধন করলেন মন্ত্রী গোলাম রব্বানী

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: কস্তুরবা গান্ধী উর্দু মিডিয়াম গার্লস হোস্টেলের উদ্বোধন করলেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানী। ইসলামপুর উর্দু মিডিয়াম গার্লস হাইস্কুলের পাশে এই হোস্টেলটির উদ্বোধন করে মন্ত্রী জানান যে, এখানকার উর্দুভাষী ছাত্রীরা এই হোস্টেলে থাকার সুযোগ পাবে।পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের বরাদ্দে এই হোস্টেল তৈরি হয়।
তবে হোস্টেল তৈরি হলেও পরিকাঠামোগত দিক থেকে কিছু কিছু কাজ এখনো অসুম্পূর্ণ রয়েছে। অর্থাৎ হোস্টেল সংলগ্ন এলাকাটি রয়েছে লো ল্যান্ডে। অবিলম্বে সেটি পূরণ করার জন্য তিনি জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরকে এবং সেখান থেকে একটি রাস্তা তৈরির বিষয় নিয়েও আলোচনা করেছেন মন্ত্রী। নাইটগার্ডের থাকার জন্য যে ঘর তা তৈরি হয়নি।
সেটি বিধায়ক তহবিলের টাকা থেকে তৈরি হলে ভালো হবে বলে তিনি মনে করেন। এদিন ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইনাল আগারওয়াল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।

Leave a Comment

Also Read