



#রায়গঞ্জঃ আবার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের সেল থেকে পালালো বিচারাধীন বন্দী,আর সেই ঘটনাকে ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সারা হাসপাতাল চত্বরে। পলাতক ওই বন্দীর নাম রোশন কুমার শাহ্। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৬ই মার্চ পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয় সে। মঙ্গলবার বাথরুমে যাওয়ার নাম করে ফলস্ শিলিং ভেঙে পালিয়ে যায় বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক পাচার সংক্রান্ত মামলায় সে বিচারাধীন ছিল। তবে এই নিয়ে একাধিকবার বন্দি পালানোর ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে হাসপাতাল চত্বরে।এই ঘটনা নিয়ে হাসপাতালে কনিকা রায় নামে রোগীর এক আত্মীয় জানান, বাথরুমের সামনে গিয়ে দেখলাম পুলিশ দাঁড়িয়ে আছে। শুনলাম বাথরুমে গিয়ে এক আসামী পালিয়ে গেছে। আগেও নাকি তিনজন পালিয়েছিল, আজ আরও একজন পালিয়েছে।
