





#ইসলামপুর: দিনের পর দিন ইসলামপুরে বেড়ে চলেছে চোরের উপদ্রব। সোমবার সন্ধ্যায় আশ্রমপাড়া মোড়ের মা তারা অটোমোবাইল পার্সের দোকানে আচমকা চোরের হানা। দোকানের মালিকের সাথে কথা বলে জানা যায়, প্রায় কিছুক্ষণ ধরে এই ব্যক্তিটি দোকানে আশেপাশে ঘুর ঘুর করছিল।


কিন্তু দোকানদার ভোলা রায় বুঝতে পারেনি, সে চোর। কিছুক্ষণের জন্য দোকান ফাঁকা রাখাতেই সুযোগ পেয়ে ওই দুষ্টুটি মুখে গামছা ঢাকা দিয়ে ক্যাশ কাউন্টার থেকে প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা চুরি করে পালাবার চেষ্টা করছিল।


তখনই দোকানদারের মালিকের মেয়ে সিসিটিভি ক্যামেরায় দেখতে পেয়ে দৌড়ে আসে, চিৎকার করাতে লোকজন জড়ো হয় এবং দুষ্কৃতীকে ধরে মারধোর করার পর পুলিশের হাতে তুলে দেয়। এক নম্বর ওয়ার্ড কাউন্সিলরের প্রতিনিধি সঞ্জয় দত্ত জানিয়েছেন, ঘটনাটি তার নজরে এসেছে।সাধারণ মানুষের সচেতনতাই চোরের উপদ্রবকে রুখতে পারবে।









