News Britant

যক্ষা নিরাময় করার লক্ষ্যে যক্ষা দিবসের আগে পথ নাটিকার মাধ্যমে প্রচারাভিযান

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: ২৪ শে মার্চ বিশ্ব যক্ষা দিবস। তার আগে মাল ব্লকের বিভিন্ন এলাকায় সচেতনতার বার্তা দিচ্ছে মাল ব্লকের যক্ষা ইউনিট। মঙ্গলবার ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে যক্ষা নিয়ে মানুষ কে সচেতন করতে একটি নাটক পরিবেশিত হয়। বর্নালী নাট্ট গোষ্টি মাল ব্লকের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে এবং বাজার এলাকায় নাটকের মাধ্যমে সাধারন মানুষকে সচেতন করে।
যক্ষা কোন মারন রোগ নয়। ঠিকঠাক চিকিৎসা করালে নির্মুল হয় এই যক্ষা। আর এই যক্ষা রোগের চিকিৎসা সমস্ত হাসপাতালে বিনামূল্যে হয়ে থাকে। যক্ষা হলে কি কি করনীয় এবং কোথায় যেতে হবে তা নাটকের মাধ্যমে সাধারন মানুষকে বোঝায় এই নাট্ট গোষ্টির সদস্যরা। ফালাকাটার বর্নালী নাট্ট গোষ্টির অন্যতম সদস্য হেমন্ত বর্মন বলেন, এই নাটকের মাধ্যমে ভাল সারা মিলছে সর্বত্র।
জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় আমরা নাটকের মাধ্যমে যক্ষা রোগ নিয়ে মানুষকে বোঝাচ্ছি। সাধারন মানুষ খুব ভাল ভাবে গ্রহন করছে যক্ষা নিয়ে এই নাটক। ওদলাবাড়ি হাসপাতালের সিনিয়র যক্ষার সুভার ভাইজার টিঙ্কু প্রধান বলেন, মঙ্গলবার ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্র থেকে যক্ষা প্রচার শুরু হলো। ধিরে ধিরে সব জায়গায় নাটকের মাধ্যমে যক্ষার প্রচার চলবে। যাতে দ্রুত যক্ষা নিরাময় করা যায়।

Leave a Comment

Also Read