



#মালবাজার: তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি চয়ন নিয়ে ক্ষোভ ব্যাক্ত করলেন সংগঠনের বিদায়ী সহ সভাপতি সুরজিৎ দেবনাথ। মঙ্গলবার রীতিমতো সাংবাদিক সন্মেলন করে নিজের ক্ষোভের কথা জানালেন মাল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তৃণমূল ছাত্র পরিষদের বিদায়ী জেলা সহ সভাপতি সুরজিৎ বাবু।


এদিন ক্ষোভ ব্যাক্ত করে শ্রী দেবনাথ বলেন, গতকাল আমাদের সংগঠন সর্বভারতীয় তৃনমুল ছাত্র পরিষদের ফেসবুক পেজে রাজ্য সভাপতির নেতৃত্বে রাজ্য ও জেলার সংগঠনের সমস্ত পদাধিকারীদের নাম ঘোষিত হয়। সেই ঘোষণা অনুযায়ী দেখা গেছে জলপাইগুড়ি টিএমসিপির জেলা সভাপতি হয়েছেন গৌরব ঘোষ। যিনি জেলা শহরের বাসিন্দা।


আগেই সিদ্ধান্ত হয়েছিল যে সংগঠনের সমস্ত পদাধিকারীর বয়স ৩০ বৎসরের মধ্যে থাকতে হবে। কিন্তু, গৌরব ঘোষের বয়স ৩৫ বৎসরের উর্ধ্বে। সহ সভাপতি সন্তোষ মিশ্রের বয়স ৩২ বৎসর। এভাবে সিদ্ধান্ত ভেঙে একজন জেলা সভাপতি চয়ন করার আগে চিন্তা করা উচিত ছিল। আমি দলের উর্ধতন নেতৃত্বকে জানাব।









