News Britant

উত্তরবঙ্গের কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস, জেনে নিন

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#নিউজ বৃত্তান্তঃ এই সপ্তাহে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। উত্তর দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও উত্তরের জেলা গুলোতে প্রতিদিনই হালকা বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার বিকেলে উত্তর বঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রামীন মৌশম সেবা কেন্দ্র সূত্রে জানানো হয়েছে, আগামী ২২ থেকে ২৬শে মার্চ সমগ্র উত্তর বঙ্গের আকাশ আংশিক পরিস্কার থাকার সম্ভাবনা আছে।

কোচবিহার, জলপাইগুড়িতে আগামী ২২ থেকে ২৫শে মার্চ মাঝারি বৃষ্টি, ২৬ মার্চ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আলিপুরদুয়ারে আগামী ২২শে মার্চ ভারী বৃষ্টি, এবং ২৩ থেকে ২৬শে মার্চ মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তর দিনাজপুরে আগামী ২২ ও ২৩শে মার্চ মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে, ২৪ থেকে ২৬শে মার্চ বৃষ্টির সম্ভাবনা নেই।

এই সময়কালে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় কিছু জায়গায় এ ২১ থেকে ২৫শে মার্চ বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। চাষিভাইদের সতর্কতা হিসেবে কৃষি দপ্তরের পরামর্শ মেনে চলতে অনুরোধ করা হয়েছে।

Leave a Comment

Also Read