News Britant

বিশ্ব কবিতা দিবসে ইসলামপুরে এক অনন্য ব্যতিক্রমী কবিতার অনুষ্ঠান

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: অজস্র কবিতার আবহে ইসলামপুরে কবিতায় কবিতায় উৎসবমুখর হয়ে উঠলো বিশ্ব কবিতা দিবসের প্রেক্ষাপট। ২১শে মার্চ বিশ্ব কবিতা দিবস উপলক্ষে ইসলামপুর টাউন লাইব্রেরী হলে শ্রুতি মঞ্জিল আবৃত্তি সংস্থার উদ্যোগে এবং সৃজন সাহিত্য আসরের সহযোগিতায় অনুষ্ঠিত হলো “কবিতার ঘন্টা দুই” শীর্ষক একটি ভিন্নধর্মী কবিতার অনুষ্ঠান  প্রথম পর্বে একাধিক শিশুসহ বাংলা ও হিন্দি ভাষায় স্বরচিত কবিতা পাঠ করেন ইসলামপুর সহ অন্যান্য জেলার কবিরা।
দ্বিতীয় পর্ব ছিল এদিনের মূল আলোকিত বিষয়। শ্রুতি মঞ্জিলের বাচিক শিল্পীদের দ্বারা সমবেত আবৃত্তির প্রয়াস ছিল উদ্বোধনী পর্বে। এরপর একক কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করেন মৃদুলা সিকদার, সম্পা শেঠ, অর্পিতা দত্ত, মধুমিতা চক্রবর্তী দাস, তপতী শিকদার, মঞ্জুরি পাল ধর, অঞ্জনা বিশ্বাস, সীমা দাম কুন্ডু, জ্যোতি বিশ্বাস, সূচন্দনা নন্দী, মিঠুন দত্ত ও কৌশল বিশ্বাসরা। যন্ত্রানুসঙ্গে ছিলেন শেখর কর্মকার। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জ্যোতি বিশ্বাস ও সুশান্ত নন্দী।
বিশ্ব কবিতা দিবসে ইসলামপুর শহরে এ ধরনের অনুষ্ঠান এই প্রথম বলে দাবি এদিনের অতিথিদের। শিশু ও কিশোরদের নিয়ে স্বরচিত কবিতা পাঠ পর্বে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে প্রিয়ন্তী বিশ্বাস, রূপকথা নন্দী, সূর্যস্নাত দাস, রাঘব কুমার ঠাকুর এবং মৈনাক সাহারা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইসলামপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার আরিকুল ইসলাম, উদ্বোধক ইসলামপুর তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস এবং সভা মুখ্য ছিলেন নিশিকান্ত সিনহা। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তম সরকার, ভবেশ দাস, শিপ্রা রায়, পায়েল পাইন, চন্দন সাহা, ডঃ বাসুদেব রায়, সর্বাশিষ কুমার পাল, রাধেশ্যাম দে সরকার, অনিন্দিতা  বিশ্বাস, শুকদেব পাল, আইভি বিশ্বাস, নীলিমা তালুকদার এবং ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক মেহেদী হেদায়েতুল্লাহ প্রমূখ।

Leave a Comment

Also Read