News Britant

আই আই টি জ্যামে নজরকাড়া সাফল্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এথেনা পালের

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#দেবলীনা ব্যানার্জী, রায়গঞ্জ: ২০২৩ সালের আই আই টি জ্যাম পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে মঙ্গলবার। আর তাতেই নজরকাড়া সাফল্য পেল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রসায়নের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী এথেনা পাল। রায়গঞ্জ বীরনগরের বাসিন্দা এথেনা দেবীনগর কৈলাস চন্দ্র রাধারাণী বিদ্যাপীঠের প্রয়াত শিক্ষক বিনয় কুমার পাল ও পিয়ালী পালের কনিষ্ঠা কন্যা।

বাবাই তার জীবনের রোল মডেল, এমনটা জানিয়ে এথেনা বলে, গত ১২ই ফেব্রুয়ারী কোলকাতায় এই পরীক্ষা হয়। সর্বভারতীয় ক্ষেত্রে ৮২ তম পজিশন পেয়েছি। আগামী দিনে অরগানিক কেমিস্ট্রি নিয়ে গবেষণা করে অধ্যাপিকা হতে চাই। রায়গঞ্জ গার্লস ও রায়গঞ্জ করোনেশনের প্রাক্তনীর ইচ্ছে খড়গপুর আই আই টি থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে গবেষণা করা। এক্ষেত্রে তাকে যোগ্য সহায়তা করে দিদি অনন্যা পাল, বলে জানায় এথেনা।

কৃতজ্ঞতা জানাতে গিয়ে এথেনা বলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ অমিতাভ মন্ডল, বিভাগীয় প্রধান অভীক চট্টোপাধ্যায়, ড. তমাল গোস্বামী, অম্বিকা ম্যাম, অচ্যুৎ স্যার সবসময়ই পাশে থেকে উৎসাহ দেওয়াতেই এমনটা সম্ভব হল। পাশাপাশি গ্রীক দেবতার নামে নামাঙ্কিত এথেনার এমন সফলতায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার শিক্ষক প্রীতম মন্ডলও।

Leave a Comment

Also Read