News Britant

রাজ্য অনুর্ধ ১৫ ক্রিকেট টুর্নামেন্টে খেলতে রওনা হল জেলা দল

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ আগামী ২৫শে মার্চ থেকে শুরু হচ্ছে আন্তঃ জেলা একদিবসীয় ক্রিকেট টুর্নামেন্ট। বৃহস্পতিবার রাতে সেই টুর্নামেন্টে অংশ নিতে দক্ষিণ ২৪ পরগনার দিকে রওনা দিল উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার অনুর্ধ ১৫ ক্রিকেট দল। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাড হক কমিটির চেয়ারম্যান হিমাদ্রি সরকার জানান, দলটির ম্যানেজার হিসেবে যাচ্ছেন বিবেক দাস ও কোচ হিসেবে দলের সঙ্গে থাকছেন সঞ্জীব কুমার দত্ত।

দলে থাকছে মানব মজুমদার, রেজায়ান আনসারি, জে ভি জনেন্দ্র আনন্দ, জয় কুমার সাহা, সমৃদ্ধ মন্ডল, সৈয়ব আকতার, অভীক টুডু, শুভম চন্দ, আকাশ পাশোয়ান, শুভম সরকার, সৌম্যজিৎ দাস, অঙ্কুশ রায়, প্রিয়াংশু কুন্ডু, আকাশ মাহাতো, ময়ুক সরকার। দলটিকে শুভেচ্ছা জানিয়ে ক্রীড়া সংস্থার পক্ষে বিশ্বজিৎ মন্ডল বলেন, দলটিতে ভালো মানের ব্যাটার, বোলার ও ফিল্ডার আছে আশা করছি, দলটি দক্ষিণ দিনাজপুর ও মেদেনীপুরকে হারিয়ে পরবর্তী রাউন্ডে পৌঁছে যাবে।

Leave a Comment

Also Read