



#রায়গঞ্জ: গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার হল প্রায় ৪০০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ ফেন্সিডিল। আলুর বস্তার আড়ালে এই নিষিদ্ধ কফসিরাপগুলি পাচারের সময় ডিএসপি রিপন বলের নেতৃত্বে পুলিশি তল্লাশি চালানো হয়। নিষিদ্ধ কফসিরাপ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জে।
এদিন বিহারের পূর্ণিয়া মোড় থেকে আলুর বস্তা বোঝাই পিকআপ ভ্যানে করে এই কফসিরাপ নিয়ে যাওয়া হচ্ছিল মালদার কালিয়াচকে। রায়গঞ্জের শিল্পীনগর এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে পুলিশ তল্লাশি চালিয়ে এই সিরাপগুলি উদ্ধার করে। কালো বস্তার মধ্যে প্যাকেট করে পাচার করা হচ্ছিল এই সিরাপ।এই ঘটনায় পুলিশ গাড়ির চালকসহ তিন জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে।
পূর্ণিয়া মোড়ের দিলনওয়াজ নামে এক ব্যক্তি এই সিরাপগুলো পাচারের উদ্দেশ্যে কালিয়াচকে পাঠাচ্ছিলো বলে জানান গাড়ির চালকের সহকর্মী। তিন হাজার টাকার বিনিময়ে এই সিরাপ কালিয়াচকে পৌঁছে দিচ্ছেলেন বলে জানান চালকের সহকর্মী। তিনি বলেন, আমরা সাধারণ মানুষ। টাকার বিনিময়ে এগুলো নিয়ে যেতে রাজি হয়েছি। এগুলো যে নিষিদ্ধ তা জানতাম না।
এই প্রথমবারই এগুলো নিয়ে যাচ্ছিলো বলে জানায় চালকের সহকারী ব্যক্তি। জানা গেছে, এই ঘটনায় আটক তিনজনের বাড়ি মালদার সুজাপুর এলাকায়।তবে এই চক্রের সাথে আর কে কে জড়িত এবং কী উদ্দেশ্যে ফেন্সিডিলের বোতলগুলো পাচার করা হচ্ছিল, সে বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
