



#ইসলামপুর: ১০ দফা দাবীতে আন্দোলনে নামল আদিবাসী সেঙ্গেল অভিযানের ইসলামপুর মহকুমা কমিটি। আজ তারা ইসলামপুর শহরে একটি মিছিল করেন। পরে তারা মগকুমা শাসকের কাছে ডেপুটেশন কর্মসূচি গ্রহন করেন। তাদের দাবীগুলির মধ্যে উল্লেখযোগ হল প্রকৃতি পূজক আদিবাসীদের জন্য ২০২৩এ সারনা ধর্ম কোড লাগু করতে হবে।
ঝাড়খন্ডের গিরিডি জেলায় মারাং বুরুকে জৈনদের থেকে দখল মুক্ত করতে হবে। ঝাড়খন্ডে ব্লক অনুযায়ী নিয়োগ নীতি লাগু করতে হবে। চাকরির ৯০ শতাংশ গ্রাম্য এলাকায় বন্টন করতে হবে। এগুলি সহ মোট ১০ দফা দাবী জানানো হয় এদিন। মহকুমা শাসকের মাধ্য মে এই ডেপুটেশন পাঠানো হয় দেশের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর কাছে।
