News Britant

বিভিন্ন হাসপাতাল ও চাবাগানে পালিত হলো যক্ষা দিবস

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: লক্ষমাত্রা ২০২৫ সাল।তার আগে ‘যক্ষ্মা মুক্ত’ বাংলা তথা ভারত গড়ার লক্ষ্যে ‘নিক্ষয় মিত্র’ নামে একটি কর্মসূচি চালু করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সদ্য চালু হওয়া এই কর্মসূচিতে আগামী ২০২৫ সালের মধ্যে দেশ থেকে যক্ষা রোগ নির্মূলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশন প্রোগ্রাম( এনটিইপি)গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি সামাজিক সংগঠন, ব্যাক্তি বিশেষ, এনজিও, করপোরেট, রাজনৈতিক দল, যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।’
নিক্ষয় মিত্র’ কর্মসূচিতে অংশ নিতে স্বাস্থ্য মন্ত্রকের আহ্বানে সাড়া দিতে ইতিমধ্যেই এগিয়ে এসেছেন অনেকেই। জানা গিয়েছে যে যক্ষ্মা আক্রান্ত দুস্থ রোগীদের সাহায্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এই কর্মসূচিতে আর্থিকভাবে স্বচ্ছল মানুষজন দুঃস্থ যক্ষা রোগীদের চিকিৎসা চলাকালীন ৮-১২ মাস পুষ্টিকর খাবারের দায়িত্ব স্বেচ্ছায় নিজেদের কাঁধে তুলে নেবেন। শুক্রবার এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে এগিয়ে এলেন ওদলাবাড়ির বেশ কয়েকজন ব্যাবসায়ী।
ডুয়ার্সের চা বাগানের যক্ষ্মা আক্রান্ত ৬ জন   দুস্থ শ্রমিক  রোগীর আগামীদিনে চিকিৎসা চলাকালীন ৮ মাসের পুষ্টিকর খাবার জোগানের দায়িত্ব তুলে নিয়েছেন ব্যাবসায়ীরা। জানা গিয়েছে যে ওদলাবাড়ি গ্রামীন হাসপাতালের অধীনে নিয়মিত যক্ষ্মা রোগের চিকিৎসা চলছে এমন সংখ্যা বছরে প্রায় ৩০০ জন।আক্রান্তদের বেশিরভাগই আবার সংলগ্ন চা বাগানগুলোর বাসিন্দা।চিকিৎসক দীপক রঞ্জন দাস বলেন,নিয়মিত চিকিৎসার পাশাপাশি যক্ষ্মা রোগীদের পুষ্টিকর খাবার অত্যন্ত জরুরি।
আর্থিকভাবে দুর্বল শ্রেণির মানুষের পক্ষে পুষ্টিকর খাবার জোগানের দায়িত্ব নেওয়া অনেকক্ষেত্রেই অসম্ভব।সমীক্ষার মাধ্যমে সেই সব মানুষদের তালিকা তৈরি করে ‘নিক্ষয় মিত্র’ কর্মসূচিতে যোগদান করার আবেদন জানানো হয়েছে ওদলাবাড়ির বিশিষ্টদের।
ইতিমধ্যেই ওদলাবাড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক তপন ঘোষ, ঔষধ ব্যাবসায়ী সঙ্কর পাল, ব্যবসায়ী শুভাশীষ দত্ত সহ অনেকেই এক বা দুজন করে রোগীর পুষ্টিকর খাবার জোগানোর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে শুরু করেছেন। এই যক্ষা দিবস এ উপস্থিত ছিলেন ওদলাবাড়ি হাস পাতাল এর সিনির যক্ষা সুপার ভাইজার টিঙ্কু প্রধান, এসিএমও এইচ ডক্টর দ্বীপ সামন্ত,বি এম ও এইচ দীপঙ্কর কর প্রমুখ।
এদিন হাসপাতাল গুলির পাশাপাশি ডুয়ার্সের ওয়াশাবাড়ি, লিসরিভার, আইভিল সহ বিভিন্ন চাবাগান গুলিতে যক্ষা নিয়ে সচেতনতা শিবির সহ নানা কর্মসুচি পালন করা হয়। আইভিল চা বাগানে স্কুল পড়ুয়াদের নিয়ে র‍্যালি করা হয়। ককচিকাঁচাদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও স্বাস্থ্য পরীক্ষা ও চোখের পরীক্ষা করে চসমা দেওয়া হয়। উল্লেখ্য ডুয়ার্সের চাবাগান গুলিতে যক্ষা রোগীর সংখ্যা যথেষ্ট রয়েছে সেজন্য চাবাগান গুলি বিশেষ উদ্যোগ নিয়েছে।

Leave a Comment

Also Read