





#মালবাজার: প্রত্যন্ত গ্রাম খেরকাটাকে বাচাতে শুক্রবার দুপুরে নাগরাকাটা ব্লকের উত্তর খেরকাটায় ডায়না নদীর ধারে বাধের নির্মাণ কাজের সূচনা করা হলো। সূচনা করলেন নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ফিরোজ নুর পাটোয়ারী। এদিন সাথে ছিলেন এক নম্বর আংরাভাষা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি পৃথিরাজ ছেত্রী, সুলকাপাড়া অঞ্চল সভাপতি লতিফুল ইসলাম, পঞ্চায়েত সদস্য সুমন লিন্ডা উরাও।


এছাড়াও স্থানীয় মানুষ ছিলেন দশাই উরাও, সুরজ ছেত্রী, পদম ছেত্রী, দিপক ছেত্রী, সফিয়ার সরকার, অর্জুন ছেত্রী সহ অনান্যরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত এই খেরকাটা বস্তিতে প্রায় সাড়ে তিনশ পরিবারের বসবাস। প্রতিবছর এই ডায়না নদীতে বন্যা এসে বাধ ভেঙ্গে দেয়। এবারে গত বছর প্রায় আড়াই কিমি বাধ ভেঙ্গে গিয়েছে।


এবারে যদি এই বাধের ব্যবস্থা না করা হোতো তাহলে এবারে গ্রাম ডুবে যেত। স্বাভাবিক ভাবেই এবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর আই ডিএফ ফান্ড থেকে ৩ কোটি ৯০ লক্ষ টাকা ব্যয়ে এই বাধের কাজ শুরু হওয়ায় গ্রামবাসীরা খুশি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কাজ শেষ করার আশ্বাস দেওয়া হয়।









