News Britant

দুস্থ রোগীর সাহায্যে এগিয়ে এলো প্রত্যন্ত এলাকার মহিলা স্বেচ্ছাসেবী সংস্থা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: দুস্থ পরিবারের ১১ মাসের সন্তানের হৃদ যন্ত্রে ছিদ্র ধরা পড়ে। ব্যায়বহুল এই রোগের চিকিৎসা করা সন্তানের পিতার পক্ষে কষ্টকর হয়ে পড়েছিল। এই খবর সাহায্যের হাত বাড়িয়ে দিল নাগরাকাটা ব্লকের প্রত্যন্ত লোকসান বাজারের মহিলা স্বেচ্ছাসেবী সংস্থা “প্রেরণা ওয়েলফেয়ার সোসাইটি”। লুকসান বাজারের বাসিন্দা দীপক ঠাকুরের পুত্র সন্তান দারিয়ান ঠাকুর। জন্মের পর থেকেই তার হৃদ যন্ত্রের সমস্যা ধরা পড়ে।
পরীক্ষায় জানা যায় তার হৃদ যন্ত্রে ছিদ্র ধরা পড়ে। ব্যায়বহুল এই চিকিৎসার খরচ বহন করা কষ্টকর হয়ে পড়েছিল। দীপক ঠাকুর ও সঙ্গীতা থাপা সকলের কাছে সাহায্যের আবেদন করেন। তাদের আবেদনে সারা দিয়ে শুক্রবার প্রেরণা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদিকা মঞ্জু তামাং প্রসাদ, অমৃতা চৌধুরী সহ অন্যান্য সদস্যরা দারিয়ান ঠাকুরের বাড়ি যান।
সেখানে দারিয়ান ঠাকুরের ঠাকুমার সঙ্গে দেখা করে তার হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন। কারণ দীপক ঠাকুর ও তার পরিবার সন্তানের চিকিৎসার জন্য সপ্তাহ খানেক ধরে চন্ডীগড় শহরে আছেন। সাহায্য তুলে দিয়ে মঞ্জু দেবী বলেন, অসুস্থ দুস্থ মানুষকে সাহায্য করা আমাদের কর্তব্য। তাই আজ এই সাহায্য করলাম।প্রার্থনা করি দারিয়ান সুস্থ হয়ে ফিরে আসুক। উল্লেখ্য, এর আগে স্থানীয় এক রাস্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার ও সহকারী ম্যানেজার দুস্থ ওই পরিবার ৩০ হাজার টাকা সাহায্য করেছেন।

Leave a Comment

Also Read