





#ইসলামপুর: সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে ক্রমশই তৃনমূলের গোষ্ঠী সংঘর্ষকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ছে রাজ্যের বিভিন্ন অংশে। যা থেকে বাদ যায়নি উত্তর দিনাজপুর জেলাও। এবারে তৃণমূলের ২ গোষ্ঠীর সংঘর্ষে ব্যপক উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুরের চোপড়ায়। চোপড়া গ্রাম পঞ্চায়েতের মের্ধাবস্তি এলাকায়।


ঘটনার জেরে রাজ্য সড়কের উপরে টায়ার জ্বালিয়ে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে অবরোধে সামিল হয়। ঘটনার জেরে ব্যপক যানজটের সৃষ্টি হয়। প্রসঙ্গতঃ ২ গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগে সরব হয়েছে। এক গোষ্ঠীর দাবী প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য টোটোচালকের থেকে কাটমানি চাওয়া হয়।


সেই টোটো চালককে মারধরও করা হয়। তা নিয়েই ঝামেলার সূত্রপাত। যদিও অপরপক্ষের দাবী কাটমানি নয় পঞ্চায়েতের টিকিট ঘিরে শুরু হয় ঝামেলা। পুরো বিষয়টি খতিয়ে দেখছে দলের উর্ধতন কর্তৃপক্ষ।









