





#ইসলামপুর: অবশেষে দাবী পূরন হল এলাকাবাসীর। সরকারি ভাবে শুরু হল রাস্তা সংস্কারের কাজ। আজ এই কাজের শিলান্যাস করেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ গোলাম রসুল। জানা যায় গোয়ালপোখর ১ নং ব্লকের পাঞ্জিপাড়ার তেলিয়াপোখরে এই রাস্তাটি দীর্ঘ দিন থেকে বেহাল অবস্থায় পরে ছিল।


রাস্তা দিয়ে রোজ কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। তাদের পদে পদে সমস্যায় পরতে হচ্ছিল। অবশেষে গ্রামবাসীদের সমস্যার কথা মাথায় রেখে এগিয়ে আসে জেলা পরিষদ। যার জেরে খুশী এলাকার মানুষ।











