



#রায়গঞ্জ: কলেজ সংসদ নির্বাচনের দাবীতে বিশ্ববিদ্যালয়ের বাইরে ও ভেতরে চলবে ছাত্র ছাত্রীদের লড়াই। ছাত্র ছাত্রীদের সাথে থাকবে নিবিড় সম্পর্ক। লাইব্রেরিতে থাকবে সময়োপযুকগি বই, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে স্বল্প মুল্যে ক্যাণ্টিং, কৃষিপ্রধান জেলায় বাসে যাতায়াতের জন্যে হাফ ফ্রি চালু করতে হবে এমনই দাবী উঠল এস এফ আই সম্মেলনে। শনিবার রায়গঞ্জে সত্যপ্রিয় রায় সভাকক্ষে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম পুড়াঙ্গ সম্মেলন অনুষ্ঠিত হলো।
সম্মেলনে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করে বক্তব্য রাখেন স্নেহজিত সরকার। সম্মেলনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্যা বেদত্রীয় গোস্বামী। বিশ্ববিদ্যালয়ের পাঠরত ৭৫ জন ছাত্র ছাত্রী সম্মেলনে অংশ নিয়েছিলেন। সম্মেলন উদ্বোধন করে বক্তব্য রাখেন উত্তর বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা প্রিয় রঞ্জন পাল।তিনি বলেন আজীবন সমাজতন্ত্রের জন্য শপথ নেওয়ার আহ্বান জানান তিনি।
ছাত্র আন্দোলন বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম অঙ্গ সেই আন্দোলনকে শক্তিশালী করতে হবে সম্মেলনে বললেন বেদত্রয়ী গোস্বামী। তিনি আরও বলেন, শিক্ষা বেঁচে দেওয়ার ষড়যন্ত্র চলছে। একে প্রতিহত করতে শিক্ষায় গৈরিকরণের বিরুদ্ধে ছাত্র সমাজকে জোটবদ্ধ হতেই হবে।
সম্মেলনেকে অভিনন্দন জানিয়ে রাজ্য কমিটির সহ সম্পাদক শুভজিত সরকার বলেন, গ্রামীন সরকারকে লুটের রাজত্ব কায়েম হয়েছে। ৪৫ বছর পরে আবার বাস্তুঘুঘুরা চেপে বসেছে পঞ্চায়েতে। গ্রাম বাংলায় ঘরে বাইরে চলছে আক্রমণ- এসএফআই এই আক্রমণের বাইরে নই। আমাদের এস এফ আই এর সদস্যরা কেউ আদানি, আম্বানি, টাটা, বিড়লার, গোয়াঙ্কাদের ঘরের নয়। গরীব বা নিম্নমধ্যবিত্ত পরিবার থেকেই এসেছে। স্কুলে মিড ডে মিল না মিললে শিক্ষার মান নিম্নগামী হলে সরাসরি আঘাতপ্রাপ্ত হচ্ছে বিশেষত গরীব বা নিম্নমধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরা।
দেশজুড়ে বিজেপি অন্যদিকে তৃণমূল ধারাবাহিক সাঁড়াশি আক্রমনে রাজ্যের স্বাস্থ্য শিক্ষার পরিকাঠামোকে ধ্বংস করতে চাইছে। পশ্চিমবাংলার প্রেক্ষাপটে দাঁড়িয়ে এস এফ আই এর আশু লক্ষ্য কলেজ ক্যাম্পাসে নির্বাচন। ছাত্রসাংসদ নির্বাচন করার স্বার্থে কলেজের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতেই হবে। সংগঠন পরিচালনার জন্যে সম্মেলন থেকে ১৭ জনের বিশ্ববিদ্যালয়ের ইউনিট কমিটি গঠিত হয়েছে। তিথি শর্মা সভাপতি এবং ব্রততী সেনগুপ্ত সম্পাদক নির্বাচিত হয়েছেন। স্নেহজিত সরকার, মনোজ পাল, ব্রততী সেনগুপ্ত কে নিয়ে গঠিত সভাপতি মণ্ডলী সম্মেলনের কাজ পরিচালনা করেন।
