News Britant

শহরে দুই গোষ্ঠীর রামনবমী উৎযাপনের প্রস্তুতি নিয়ে চর্চা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: মালবাজার শহরে রামনবমী উদযাপনের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে।বৃহস্পতিবার  রামনবমী উদযাপনকে কেন্দ্র করে শহরের কলোনি ময়দানে রামনবমী উদযাপন সমিতির উদ্যোগে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। প্রস্তুতিও এখন জোরকদমে।
অপরদিকে শহরের বাসস্ট্যান্ড এলাকায় রামনবমী মহোৎসব সমিতির উদ্যোগে আগামী শুক্রবার একটি ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। তারও প্রস্তুতি শুরু হয়েছে ওই কমিটির তরফে। এদিন বিকেলে শহরের স্টেশন রোড এলাকায় সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রাম নবমী মহোৎসব সমিতির তরফে দ্বীপ তিওয়ারি বলেন, “শুক্রবার একটি ধর্মীয় শোভাযাত্রা শহরে পরিক্রমা করবে, সাথে আগামীকাল রামনবমী তিথি ধরে ৫১০০টি প্রদীপ প্রজ্জ্বলন করা হবে।
অপরদিকে শহরের কলোনি ময়দানে রামনবমী তিথি উদযাপনে সনাতন হিন্দু ধর্মের উপরে একাধিক ধর্মীয় অনুষ্ঠান সহ বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে বলেই দাবি করা হয়েছে রামনবমী উদযাপন কমিটির তরফে। প্রসঙ্গত বিপ্লব ঘোষ বলেন, বৃহস্পতিবার ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি ধর্মীয় শোভাযাত্রা শহর পরিক্রমা করবে। তবে শহরের দুই প্রান্তে দুই গোষ্ঠীতে ভাগ হয়ে রামনবমী উদযাপনকে কেন্দ্র করে এখন শহর জুড়েই শুরু হয়েছে চর্চা।

Leave a Comment

Also Read