





#ইসলামপুর: প্রতিবছর চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে শুরু হয় নবরাত্রি। যাকে বাংলায় বাসন্তী পুজো বলা হয়ে থাকে। আর এঔ রতিপদের পরে নবমী তিথি কে বলা হয় রাম নবমী। কথিত আছে এই দিনেই জন্মগ্রহন করেছিলেন পুরুষোত্তম রাম। সেই অনুযায়ী রামনবমীকে ধূমধামের সাথেই পালন করা হয় ইসলামপুরে। প্রতি বাবের মতো এবারও ইসলামপুরের ঐতিহ্যবাহি রাম নবমী উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের স্টেট ফার্ম কলোনি সূর্যসেন স্পোর্টিং ক্লাব ময়দান থেকে রাম পূজনের পর একটি বিশাল শোভাযাত্রা বের করা হবে।


যা শহর পরিক্রমা করার পর চোপরাঝার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ করা হবে। এরপর সেখানে সকলের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়। এদিন শোভা যাত্রায় অংশ গ্রহনকারী সবাইকে অভিনন্দন জানান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগারওয়াল এই বছর তিনি সামিল হন এই উৎসবে।


রামনবমী উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র শহর ইসলামপুরে। এ ছবি নতুন নয়। বরাবরই প্রত্যেক বছরই এই ছবি লক্ষ্য করা যায়। এবারেও তার ব্যতিক্রম হয়নি। তিথি অনুযায়ী আজ রামনবমী। সারা দেশ জুড়ে এই উৎসব উদযাপিত হচ্ছে। একই ছবি ইসলামপুর শহরেও। এদিকে রামনবমী শোভাযাত্রায় অংশগ্রহণকারী পূর্ণ্যার্থীদের শুভেচ্ছা জানাতে একটি টেন্টের ব্যবস্থা করা হয়েছে। উদ্যোক্তা ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী।


রামনবমী শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে জলের বোতল এবং কিছু শুকনো খাবার তুলে দেন বিধায়ক। সকলকে রামনবমী উৎসবের শুভেচ্ছা জানান। পাশাপাশি শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদনও জানানো হয়। বিধায়ক আব্দুল করিম চৌধুরী বলেন রামনবমী উৎসব উপলক্ষে শোভাযাত্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। প্রতিটি মানুষ যাতে আনন্দ উচ্ছ্বাসের পর শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যেতে পারে তার জন্য বার্তা দেন তিনি।

তিনি বলেন আমি ইসলামপুরের পাহারাদার। সব সময় মানুষের পাশে থাকবো। সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র অনন্য নজির সৃষ্টি করেছে গোটা রাজ্যে। বিশ্ব হিন্দু পরিষদের অন্যতম কর্মকর্তা গৌরাঙ্গ তলাপত্র জানান, শান্তি পূর্ণ ভাবে শেষ হয়েছে তাদের এই শোভা যাত্রা। উপস্থিত হয়েছিলেন অন্যান্য রাজ্যের নেতৃত্ব ও সাংসদ দেবশ্রী চৌধুরী প্রমুখ।






