News Britant

কালীপুজো উপলক্ষ্যে প্রস্তুতি শুরু দমকলের, ১৮টি সাময়িক ফায়ার স্টেশন তৈরি করল দমকল বিভাগ

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#কলকাতাঃ কালীপুজো প্রস্তুতি শুরু করল পশ্চিমবঙ্গ সরকারের দমকল বিভাগ। অগ্নিকাণ্ডের ভয়াবহতা রুখতে দমকল ১৮ টা সাময়িক ফায়ার স্টেশন তৈরি করল। আজ সল্টলেকে দমকল বিভাগের দপ্তর বিকাশ ভবনে সাংবাদিক সম্মেলন করে দমকল মন্ত্রী সুজিত বোস জানালেন, বর্তমানে ১৪৬ টি দমকল কেন্দ্র আছে।

২০০ দমকল কেন্দ্র তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এরই মধ্যে আরও ১৫টি দমকল কেন্দ্র তৈরি করার কাজ শুরু হয়েছে। কালী পুজোর সময় আপাতত সাময়িক ফায়ার স্টেশন করা হচ্ছে। লেকটাউন, তিলজলা পুলিশ স্টেশন, ট্যাংরা, কালীঘাট, গড়িয়া, টালিগঞ্জ, সেন্ট্রাল এভেনিউ, মানিকতলা, বারাসত, চাপাডালি মোড়, নৈহাটি, হাওড়া, রাজারহাট সহ মোট ১৮ টি জায়গায় সাময়িক দমকল কেন্দ্র তৈরি করা হচ্ছে।

আপাতত ১৫ টা নতুন দমকল কেন্দ্র হচ্ছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ নির্মীয়মান দমকল কেন্দ্র তৈরি করা হচ্ছে গঙ্গা সাগর, আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, নিউটাউন, মানিকতলা  সহ মোট ১৫টি ফায়ার স্টেশনে।

News Britant
Author: News Britant

Leave a Comment