News Britant

মিটিংয়ে বসে গুলিবিদ্ধ হয়ে খুন এক তৃণমূল কর্মী, পরবর্তীতে মৃত্যু আরও একজন তৃণমূল কর্মীর

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাছাই নিয়ে বুথ কমিটি বৈঠকে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ। ঘটনার জেরে উত্তেজনা উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দিঘিপানা গ্রামে। ঘটনা স্থলেই গুলি বিদ্ধ হয়ে মৃত্যু এক তৃণমূল কর্মীর। গুলি বিদ্ধ হয়ে আহত আরও তিনজন। এলাকায় উত্তেজনা সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ।

জানা গিয়েছে, কয়েকদিন ধরেই চোপড়া ব্লকে বিভিন্ন বুথে প্রার্থী নিয়ে বুথ বৈঠক চলছিল। বৃহস্পতিবার চোপড়া ব্লকে দিঘাপানা বুথে প্রার্থী বাছাই এর বৈঠক চলাকালীন ঐক্যমত না হওয়ায় চারজন প্রার্থীর নাম লিপিবদ্ধ করা হয়। এদিন বৈঠক সেরে তৃণমূল কার্যালয় থেকে বেরিয়ে আসছিলেন ফাইজুল রহমান সহ তার সঙ্গীরা। সেই সময় তাদের উপর আচমকাই হামলা চালায় তার বিরোধী গোষ্ঠী নাসিরের দলবল।
দুই পক্ষের মধ্যে চলে গুলি। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ফাইজুল রহমান নামে এক তৃনমূল কংগ্রেস কর্মী সহ আর‍ও বেশ কয়েকজন।প্রত্যেকেই চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে ফাইজুল রহমানকে মৃত বলে ঘোষনা করা হয়। হাসু মহম্মদ নামে অন্য আরও এক তৃণমূল কর্মীর অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে শিলিগুড়ি মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। জানাগিয়েছে, পরবর্তীতে মৃত্যু হয় হাসু মহম্মদের।
এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি তথা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগারওয়াল জানান, এ ধরনের একটি ঘটনার খবর পেয়ে তিনি উপস্থিত হয়েছেন মৃত ব্যক্তিকে দেখতে ইসলামপুর মর্গে। তবে প্রার্থী বাছাই নিয়ে না অন্য কি কারণে এ ধরনের ঘটনা ঘটছে, তা এখনো পরিষ্কার নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Also Read