



#দেবলীনা ব্যানার্জী, রায়গঞ্জ: রামনবমীর শোভাযাত্রা উপলক্ষে রায়গঞ্জের রাজপথ জনপ্লাবনে ভাসলো বৃহস্পতিবার। পূর্বনির্ধারিত সূচী অনুযায়ী প্রথমে চন্ডীতলায় বৈদিক যজ্ঞ ও ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে বিশাল শোভাযাত্রা রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করে। কোনোরকম অস্ত্রের প্রদর্শন এই শোভাযাত্রায় লক্ষ্য করা যায় নি। শোভাযাত্রাটি চন্ডীতলা থেকে শুরু হয়ে শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় হয়ে রায়গঞ্জ রেলস্টেশনের দুই নং প্ল্যাটফর্মে এসে শেষ হয়।
রায়গঞ্জ ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত এসে এদিনের শোভাযাত্রায় পা মেলান। পুরুষোত্তম রামের আবির্ভাব তিথি হিসেবে এই দিনটি পরম ভক্তিভরে পালন করে থাকেন হিন্দুরা। সারা দেশের সাথে সেই একই আবেগে সুসজ্জিত শোভাযাত্রা এদিন রায়গঞ্জের রাজপথে জনপ্লাবনের আকার নিয়েছিলো। শোভাযাত্রায় দলমতনির্বিশেষে সকল মানুষ অংশ নিয়েছিলেন। কোনোরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পর্যাপ্ত পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছিল প্রশাসনের তরফে।
