





#মালবাজার: রামনবমী উপলক্ষে বৃহস্পতিবার মালবাজার শহর সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকায় পুজা ও বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এদিন পুরুষত্তোম রামের জন্মজয়ন্তী উপলক্ষে মালবাজার শহরে শোভাযাত্রা করা হয়। আজ রামনবমী উদযাপন সমিতির ব্যবস্থাপনায় ওই শোভাযাত্রাটি করা হয়।


এদিন শহরের কলোনী ময়দান থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বাজার রোড, ক্যালটেক্স মোড়, ৩১ নং জাতীয় সড়ক, স্টেশন রোড ঘুরে পুনরায় কলোনী ময়দানে এসে শেষ হয়। শোভাযাত্রাকে ঘিরে সমগ্র শহর জুড়েই ছিল কড়া পুলিশি নিরাপত্তাl মালবাজার থানার আইসির নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন ছিলো সমগ্র শহরে।


রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সকলকে প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় ঘড়ি মোরে রামনবমী মহৎসব কমিটির পক্ষ থেকে শ্রীরামচন্দ্রের ৫২০০ তম জন্মজয়ন্তী উপলক্ষে ৫২০০ প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। চালসা এলাকায় মঙ্গলবাড়ি থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়।


চালসার জাতীয় সরক ধরে শোভাযাত্রা গোলাই সহ অন্যান্য এলাকা পরিভ্রমণ করে। নাগরাকাটা স্টেশন এলাকা থেকে এদিন রামনবমী উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। বাজার, নন্দুমোর সহ অন্যান্য এলাকা ঘুরে রামের নামে জয়ধ্বনি দেওয়া হয়। ওদলাবাড়ি থেকে রামের জন্মজয়ন্তী উপলক্ষে বাইক র্যালি বের হয়ে এসে মালবাজার শহরে শোভাযাত্রায় যোগ দেয়। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।







