



#রায়গঞ্জঃ চৈত্র মাসের প্রথম থেকেই রায়গঞ্জ পৌরসভার বিদ্রোহী মোড় থেকে ঠাকুর পঞ্চানন বর্মা মোড় এলাকা পর্যন্ত এম জি রোডে শুরু হয়েছে চৈত্র সেলের বাজার। আর এই বাজারকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে যানজট। এরকম পরিস্থিতিতে শনিবার দুপুরে চৈত্র সেলের বাজার ওই এলাকা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রায়গঞ্জ পৌরসভা।
শনিবারে বনিক সংগঠন গুলোর সাথে সভায় সিদ্ধান্ত হয় যে, বিগত বছর গুলির মত এবারও চৈত্র সেলের বাজার বসবে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের মাঠে। এখানে স্টল দিতে ফর্ম বাবদ ১০০ টাকা,অস্থায়ী ট্রেড লাইসেন্স বাবদ ১০০ টাকা এবং দোকান ঘরের জন্য ২০০০ টাকা হিসাবে প্রতিটি স্টলকে মোট ২২০০ টাকা দিতে হবে।
জানা গেছে, চৈত্র সেলের বাজার আগামী ৬ই এপ্রিল থেকে ১৪ই এপ্রিল পর্যন্ত মোট ৯দিনের জন্য বসবে। লটারির মাধ্যমে ঘর বন্টন করা হবে। এদিনের সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার চেয়ারপার্সন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর সন্দীপ বিশ্বাস, প্রশাসক মন্ডলীর সদস্য অরিন্দম সরকার, আই সি সৌরভ সেন, অতনু বন্ধু লাহিড়ী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। সন্দীপ বাবু জানান, যানজট ও জনগনের নিরাপত্তার স্বার্থেই প্রতিবারের মত এবারও এমন সিদ্ধান্ত নেওয়া হল।
