News Britant

বাংলাদেশের উখিয়ার আশ্রয় শিবিরে সশস্ত্র গোষ্ঠীর গুলিতে নিহত এক রোহিঙ্গা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )


#হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশে কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয় শিবিরে সশস্ত্র গোষ্ঠীর গুলিতে সৈয়দ আলম (৬০) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উখিয়া কুতুপালং ৮নং ক্যাম্প আশ্রয়শিবিরের ডি ব্লকে এই ঘটনা ঘটে।নিহত রোহিঙ্গা বৃদ্ধ কুতুপালং ৮নং ক্যাম্পের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

ঘটনার প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানান, মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) ও আরএসও’র মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় নৈশপ্রহরীর দায়িত্বে থাকা সৈয়দ আলম গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতাল আনলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেখ মোহাম্মদ আলী বলেন, দু’গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়। ঘটনার পর থেকে ক্যাম্পে পুলিশি তৎপরতা শুরু হয়েছে। আসামিদের চিহ্নিত ও আটকের চেষ্টা চলছে।

Leave a Comment

Also Read