





#মালবাজার: দিন দিন বেহাল হয়ে পরছে ডুয়ার্সের মধ্যে সব থেকে বড় ওদলাবাড়ি হাট। ভেঙ্গে পরছে জেলা পরিষদের তৈরি হাটের সেড, বেহাল নিকাশি, জায়গায় জায়গায় আবর্জনা। আর এতে মশা বাহিত রোগ বাড়ছে। তাই শনিবার ওদলাবাড়ি হাট পরিদর্শন করলেন জলপাইগুড়ির এ ডি এম, মালবাজারের মহকুমা শাসক, জেল পরিষদের আধিকারিক, ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাধান, বিডিও মালবাজারসহ অন্যান্যরা।


এদিন ওদলাবাড়ি বাজারের সব্জি মার্কেট, মাছ, মাংস বাজার ঘুরে দেখেন আধিকারিকেরা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হাট সেড ও ঘুরে দেখেন তারা। একদিকে ডেঙ্গুর মত মশা বাহিত রোগের হাত থেকে রেহাই পাবার জন্য, যেমন পরিস্কার পরিচ্ছন্নতার ওপর জোর দেন আধিকারিকেরা। তেমনি হাটের বিভিন্ন জায়গায় জেলা পরিষদের পক্ষ থেকে ডাসবিন দেওয়া হয়। ব্যাবসায়ীদের বলা হয় দোকানের নোংরা আবর্জনা এইসব ডাসবিনে ফেলতে।


এদিন থেকে হাটের বিভিন্ন জায়গা পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। আধিকারিকেরা সাংবাদিকদের কিছু না বললেও, জানা গেছে ডেঙ্গু মোকাবেলায় বিশেষ জোর দেওয়া হয়েছে সর্বত্র। হাটের বিভিন্ন জায়গায় ডিঙ্গু নিয়ে পোষ্টারও লাগানো হয়েছে। তাছাড়া হাটের কিছু কিছু জায়গায় গজিয়ে উঠেছে অবৈধ বিল্ডিং, সে ব্যাপারেও খোজ খবর নেন আধিকারিকেরা।


তবে সব থেকে বড় সমস্যা ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় কোন ডাম্পিং গ্রাউন্ড নেই। যার ফলে যেখানে সেখানে পড়ে থাকছে আবর্জনা। আর এর থেকে মশা বাহিত রোগ বারার সম্ভাবনা রয়েছে বলে সাধারণ মানুষের অভিমত।







