News Britant

ক্যান্সার আক্রান্ত রোগীদের মানসিক শক্তি যোগাতে চুলদান গৃহবধূর

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#কালিয়াগঞ্জ: ক্যান্সার রোগীদের জন্য চুল দান করলেন কালিয়াগঞ্জের রশিদপুর এলাকার গৃহবধূ মেঘা তালুকদার। গত ১ বছরের বেশি সময় ধরে মেঘনা ক্যান্সারে আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াবার জন্য নিজের চুল বড় করতে থাকেন। এরপর শনিবার নিজের চুল কেটে মুম্বাইয়ের একটি সংস্থা যারা মূলত এই ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য কৃত্রিম চুল তৈরির ব্যবস্থা করে থাকেন তাদের কাছে পাঠান বলে জানান মেঘা।

তবে কেন এই ভাবনা এলো? সেই প্রশ্নের উত্তরে ওই গৃহবধূ জানান, “আমাদের সামন্য চুল উঠতে শুরু করলে আমরা চিন্তায় পড়ে যায়। সেখানে দাঁড়িয়ে ক্যান্সার রোগের সাথে দীর্ঘদিন লড়াই করতে গিয়ে যাদের চুল পড়ে যায় তাদের মানসিক শক্তি যোগাতে এই চুল দান।

বিভিন্ন সামাজিক মাধ্যম এবং খবরে দেখেছি ক্যান্সারে আক্রান্ত হলে সেই রোগের সাথে লড়াই করতে গিয়ে অধিকাংশ চুল থাকেনা রোগীদের, তাই আমার চুল পেয়ে তাঁরা যাতে এই রোগের সাথে লড়াই করতে আরও বেশি শক্তি পান সেই আশায় করব।” প্রায় ১৪ ইঞ্চি লম্বা চুল ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য দান করলেন বলে জানান। তাঁর মত আরও বেশি মানুষ এগিয়ে এলে আগামী দিনে ক্যান্সার আক্রান্ত রোগীরা উপকৃত হবে বলে জানান তিনি।

Leave a Comment

Also Read