



#রায়গঞ্জ: রায়গঞ্জ শহর লাগোয়া ১০ নম্বর মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতে অবস্থিত মহারাজা জগদীশ নাথ হাই স্কুল। প্রয়াত সুজিত ভূষণ রায় প্রধান শিক্ষক ও প্রয়াত গোপাল বিশ্বাস সম্পাদক থাকাকালীন সময়ে স্কুলটি তার চরম উচ্চতায় পৌঁছেছিল বলে দাবি স্থানীয়দের। কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারনে ছাত্র সংখ্যা তলানিতে এসে ঠেকে।
বর্তমানে পঞ্চম থেকে দ্বাদশ পর্যন্ত মোট ছাত্র সংখ্যা মাত্র ২০০ মত বলে জানালেন ওই স্কুলের ভূগোলের শিক্ষক মৃণাল কান্তি সিংহ। তিনি বলেন, আমাদের ছাত্রদের অধিকাংশ প্রথম প্রজন্মের পড়ুয়া। মূলত আদিবাসী সমাজের ছেলে, যারা পার্শ্ববর্তী ভারত সেবাশ্রম সংঘের আবাসে থাকে, তারাই আমাদের পড়ুয়া। পাশাপাশি, স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক তামিন সরেন বলেন, ভারত সেবাশ্রমে পঞ্চম শ্রেণি অবধি পিছিয়ে পড়া ছেলেদের রাখতে পারে।
উঁচু ক্লাসের পড়ুয়াদের তারা রাখতে পারে না। তাই আমাদের ছাত্র সংখ্যা কমে যাচ্ছিল। এরকম পরিস্থিতিতে পরিচালন সমিতির সভাপতি পার্থ প্রতীম ভট্টাচার্যের তৎপরতায় ও বিধায়ক কৃষ্ণ কল্যানীর উদ্যোগে ১০০ তপশিলি জাতি ও উপজাতি পড়ুয়াদের জন্য ছাত্রাবাস চালুর কাগজ পেয়েছি। ইতিমধ্যেই আমরা ঘরও ঠিক করে দিয়েছি। নতুন ছাত্রাবাস চালু হলে বিদ্যালয়টি যে আবার তার সুদিন ফিরে পাবে, ছাত্র সংখ্যায় জোয়ার আসবে, সেই আশাতেই স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে পরিচালন সমিতি।
